মীরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্বগোভানিয়া এলাকার খবরিকা সড়কটি দীর্ঘ কয়েক বছর ধরেই গর্ত আর খানাখন্দে চলাচলের অযোগ্য হয়ে আছে। যান চলাচল দূরে থাক, একটু বৃষ্টি হলেই কাদার কারণে পায়ে হেঁটে যাতায়াত করাও কঠিন হয়ে পড়ে।
সম্প্রতি মেয়র গিয়াস উদ্দিন ও উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন সরেজমিনে এসে এলাকাবাসীকে শীঘ্রই রাস্তার উন্নয়নের আশ্বাস দিয়েছেন। কিন্তু কার্যত হচ্ছে না উন্নয়ন। স্থানীয়দের অভিযোগ, নেতৃবৃন্দ কয়েক বছর ধরে সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে আসলেও কার্যত তা ফাঁকা বুলিতেই সীমাবদ্ধ থাকছে।
স্থানীয়রা জানান, মীরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহার পুল থেকে মীরসরাই হাউজিং কমপ্লেঙের মধ্য দিয়ে বয়ে যাওয়া পূর্ব গোভানিয়ামুখী রাস্তাটি কর্মজীবী থেকে শুরু করে সাধারণ মানুষের চলাচলের অতীব গুরুত্বপূর্ণ সড়ক। কয়েক বছর ধরে এর ব্রিক সলিং নষ্ট হয়ে এখানে সেখানে হাজারো ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। শুকনো মৌসুমে যা তা, বর্ষা এলেই কাদা ও গর্তে জন দুর্ভোগ চরমে গিয়ে ঠেকে। এই সড়কে নিত্য চলাচলকারী মোহাম্মদ মুছা (৫০) ও আবুল কাশেম (৪৭) জানান, রাস্তাটির উন্নয়ন হবে বলে গত কয়েক বছর ধরেই প্রতিশ্রতি দিয়ে আসছেন মেয়র গিয়াস উদ্দিন এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নুরুন নবী। ভোটের আগে বলেছিল, ফেব্রুয়ারিতেই এর উন্নয়ন কাজ শুরু হবে। ভোট চলে আসার পর বলেছেন- সবই চূড়ান্ত, এপ্রিলের মধ্যেই কাজ শুরু হবে। এখন জুন-জুলাইয়ের বর্ষায় সেই আগের মতই নারী-পুরুষরা কাদা মাড়িয়ে চলাচল করছে। এতে মানুষের কষ্টের অন্ত নেই। জনপ্রতিনিধিরা গত বছর আশা দিয়ে সময় পার করেছেন। এবারও হয়ত তাই করছে।
এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় কাউন্সিলর নুরুন নবী বলেন, বাজেট ও টেন্ডারের প্রক্রিয়া হয়ে গেছে। ডিসেম্বরের মধ্যে কাজ শুরু হবে আশা করছি।