সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে এমপি মোছলেম

| শনিবার , ১০ সেপ্টেম্বর, ২০২২ at ৭:৩৯ পূর্বাহ্ণ

বোয়ালখালী পৌরসভার ২নং ওয়ার্ড পাঠান পাড়া এলাকার ছিদ্দিক আহমদের পুত্র সড়ক দুর্ঘটনায় নিহত মো. সাইফুল ইসলামের পরিবারের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি। বৃহস্পতিবার বিকেলে তিনি মরহুমের বাড়িতে গিয়ে তার পরিবারকে শান্তনা দেন এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এছাড়াও মরহুমের ছেলের চাকরির ব্যবস্থা করে দেয়ারও আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন, বোয়ালখালী পৌরসভার মেয়র মো. জহুরুল ইসলাম জহুর, প্যানেল মেয়র মো. তারেকুল ইসলাম, রেবেকা সুলতানা মনি, স্থানীয় কাউন্সিলর মো. সিরাজুল হক, দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন, মো. নাছের, আবু বকর, মাহবুব মেম্বার, খোরশেদ আলম, শেখ সোহেল, জাহেদুল আমিন, মো. সোহেল, দুধু মিয়া প্রমুখ। উল্লেখ্য গত বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে পটিয়ার শান্তির হাট এলাকায় সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম নিহত হন।

পূর্ববর্তী নিবন্ধআবদুর রহমান ছিলেন একজন আদর্শবান নেতা
পরবর্তী নিবন্ধফইল্যাতলী বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির মানববন্ধন