পটিয়া, চকরিয়া, ও বান্দরবানে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের এক আরোহী, একজন গ্রাম পুলিশ ও এক জিপ চালকের মৃত্যু হয়েছে।
পটিয়া প্রতিনিধি জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়ন এলাকায় একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী তরুণী আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মহাসড়কের জলুয়ার দীঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. সিফাত (১৭) ময়মনসিংহ জেলার সদর ময়মনসিংহ থানার কাটঘর ঘন্টি গ্রামের সাইদুলের পুত্র ও আহত শারমিন (১৫) বরগুনা জেলার আমতলি থানার নাসির হাওলাদারের মেয়ে বলে জানা গেছে। পটিয়া হাইওয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোয়াজ্জেম হোসেন জানান, চট্টগ্রামগামী একটি হানিফ পরিবহনের সাথে কঙবাজারগামী একটি মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী সিফাত নিহত হয়। এ ঘটনায় মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে পড়লে আগুন ধরে যায়। এ সময় স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অপর আরোহী শারমিনকে পটিয়া হাসপাতাল থেকে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে প্রেরণ করেন। গাড়ি দুইটি উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
বাসের ধাক্কায় গ্রাম পুলিশ নিহত : চকরিয়া প্রতিনিধি জানান, চকরিয়ায় পর্যটকবাহী স্বাধীন ট্রাভেলসের বাসের ধাক্কায় এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ গেইটের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত গ্রাম পুলিশের নাম মো. আবদুল খালেক (৫০)। তিনি ডুলাহাজারা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মৃত নজু মিয়ার পুত্র। ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর জানান, পরিষদের গ্রাম পুলিশ আবদুল খালেক পরিষদ চলাকালে ডিউটিরত ছিলেন। দুপুর দুইটার দিকে তিনি পরিষদ থেকে বাইসাইকেল চালিয়ে ডুলাহাজারা স্টেশনে যাচ্ছিলেন। এ সময় রং সাইড দিয়ে এসে স্বাধীন ট্রাভেলসের বাসটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক অবস্থায় মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি প্রাণ হারান। মহাসড়কের মালুমঘাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) টিটু দত্ত জানান, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশকে ধাক্কা দেওয়া স্বাধীন ট্রাভেলসের বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা রুজু করা হয়েছে।
খাদে পড়ে জিপ চালকের মৃত্যু : বান্দরবান প্রতিনিধি জানান, সড়ক দুর্ঘটনায় সিংওমং মারমা (৩৫) এক জিপ চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভাঙ্গামূড়া এলাকায় মাল বোঝাই একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ঢালে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।











