‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ সড়ক চাই’ প্রতিপাদ্য বিষয়ে শিক্ষার্থী সমাবেশের আয়োজন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠন। আজ সোমবার সকাল দশটায় চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনের বঙ্গবন্ধু হলে এ সমাবেশটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী ফরিদ, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন মো. হাকিম আলী। এছাড়া উপস্থিত থাকবেন বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
প্রসঙ্গত, বিগত ২৯ বছর যাবত সড়ককে নিরাপদ করার লক্ষ্যে আন্দোলন করে আসছে নিসচা। বিশ্বময় সড়ক দুর্ঘটনা ৫০% কমিয়ে আনার লক্ষ্যে জাতিসংঘের কর্মসূচির সাথে একাত্ম হয়ে চট্টগ্রাম মহানগর কমিটি সড়ক দুর্ঘটনা রোধকল্পে জনসচেতনতামূলক ৩ মাসের নানান কর্মসূচি পালন করছে।
সমাবেশে নিরাপদ সড়ক চাই এর সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি এস.এম আবু তৈয়ব ও সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব। প্রেস বিজ্ঞপ্তি।