আমাদের দেশে যতগুলো সমস্যা বিদ্যমান তার মধ্যে একটি বড় সমস্যা হচ্ছে সড়ক দুর্ঘটনা। দিনের পর দিন যে হারে সড়ক দুর্ঘটনা বেড়ে চলেছে সে তুলনায় তা প্রতিরোধের ব্যবস্থা প্রতুল। নিকট অতীতে দক্ষিণ কোরিয়ায় ফেরিডুবিতে কয়েক’শ মানুষের মৃত্যুর ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী পদত্যাগ করেছিলেন। আমাদের দেশে এমন নজির কি ভাবা যায়? আমাদের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পদত্যাগ করুক এটা বলছি না।
অন্ততঃ দুর্ঘটনা কমিয়ে আনার ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিক, এইটুকুই তো আমরা আশা করতেই পারি। বাংলাদেশের মতো এত বেশি সড়ক দুর্ঘটনা পৃথিবীর অন্য কোনো দেশে হয় বলে মনে হয় না। সরকার ইচ্ছে করলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনতে পারে। যে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে সে পরিবারটি কী অবস্থায় রয়েছে তার খবর ক’জন রাখে? সড়ক দুর্ঘটনায় কি শুধু একটি পরিবারই ক্ষতি হয় নাকি দেশ ও অর্থনীতির অপূরণীয় ক্ষতি হয়? এ বিষয়টি সংশ্লিষ্ট মহল যত দ্রুত অনুধাবন করতে পারবে ততই ততই মঙ্গল হবে! প্রতিটি নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
এম. এ.গফুর,
বলুয়ার দীঘির দক্ষিণ-
পশ্চিম পাড়,
কোরবানীগঞ্জ, চট্টগ্রাম।