সড়ক ও ফুটপাত দখল

চট্টগ্রামে ২৭ ব্যবসায়ীকে জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৫ অক্টোবর, ২০২১ at ৫:৫২ পূর্বাহ্ণ

নগরে রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে দোকানের বর্ধিতাংশ স্থাপন এবং মালামাল রেখে পথচারীর চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে ২৭ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে চট্টগ্রাম সিটি কর্র্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের কাছ থেকে আদায় করা হয়েছে এক লাখ ১২ হাজার টাকা জরিমানা। গতকাল আরকান সড়কের কাপ্তাই রাস্তার মাথা থেকে কামাল বাজার পর্যন্ত পৃথক দুটি অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস। এর মধ্যে মারুফা বেগম নেলী ১৩ জনের বিরুদ্ধে মামলা করে ৬১ হাজার টাকা এবং জাহানারা ফেরদৌস ১৪ জনের বিরুদ্ধে মামলা করে ৫১ হাজার টাকা জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর জানান, রাস্তা ও ফুটপাত অবৈধভাবে দখল করে বিভিন্ন প্রতিষ্ঠানের অংশ বর্ধিত করা হয়। একইসঙ্গে মালামাল স্তুপ করে ব্যবসা পরিচালনা করে জনদুর্ভোগ সৃষ্টি করা হয়। এসব অপরাধে জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে মনিটরিং জোরদারের আহ্বান
পরবর্তী নিবন্ধসিআরবিতে হাসপাতাল নির্মাণ করলে বিএনপি প্রতিরোধ গড়ে তুলবে