উদাস দুপুর আম বাগানে
কাঁচা কাঁচা আম চুরি
ঝাঁ ঝাঁ রোদে খোলা মাঠে
উড়ায়াছি রঙিন ঘুড়ি।
বেতস লতায় দোলনা বেঁধে
খেয়েছি মজার দোল
আদর সোহাগ মায়ের শাসন
আঁচল ভরা কোল।
মনে পড়ে পুকুর পাড়ে
চড়ুই ভাতি খেলা
কখন যে ফুরিয়ে গেলো
সন্ধ্যা হলো বেলা।
মায়ের মুখের কিসসা বুনা
কাজলা দিদির পাঠে
হই হুল্লোড় কাটতো যে ভাই
জোছনা ভেজা মাঠে।