স্মৃতি

সৈয়দ জিয়াউদ্দীন | বৃহস্পতিবার , ১৫ আগস্ট, ২০২৪ at ৮:০১ পূর্বাহ্ণ

আমার ছিল পুকুর জলে সাঁতার কাটা দিন

পাহাড় চুড়ায় সপ্তরঙা রংধনু রঙ্গিন

তালের শাখে হাওয়ায় দোলা বাবুই পাখির নীড়

আমার রাতের আকাশ জুড়ে থাকতো তারার ভিড়।

আমার ছিল বিণী হাওয়ায় জোছনা প্রসর রাতি

ঝিঁঝির সুরে চাঁদের বুড়ি হতো খেলার সাথী

টুপুর টাপুর শিশির ধোওয়া ছিল সবুজ ঘাস

সাদা মেঘের আড়ালে লুকানো নীল আকাশ।

সুর্য কিরণ ঘুম ভাঙাতো বলতো ডেকে ভোর

উঠরে জেগে সবার আগে খুলতে হবে দোর

আমার ছিল পুকুর পাড়ে তাল তমালের ছায়া

উঠোন জুড়ে শিউলি বকুল ফুলের ঘ্রাণের মায়া।

মামার বাড়ির পাশেই ছিল নাও পারাপার নদী

নানীর মুখে শোনা পুঁথি সুরের অষ্টাপদি

আমার ছিল মায়ের আঁচল গুরুজনের প্রীতি

বুকটি জুড়ে আছে আজো আমার বাবার স্মৃতি।

পূর্ববর্তী নিবন্ধভাবনাগুলো কি ভুল ছিলো
পরবর্তী নিবন্ধনিঃসঙ্গ পিতা-মাতা এবং সন্তানদের দায়