শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, চট্টগ্রামে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সুবিধাভোগী প্রায় ১০ লক্ষ পরিবার আছেন যারা ন্যায্যমূল্য খাদ্য সামগ্রী পাচ্ছেন। হাজার হাজার পরিবার আছে যারা বিভিন্ন ভাতা,উপবৃত্তি পাচ্ছেন। তাদের ডাটা তৈরিতে স্বেচ্ছায় সবাইকে যুক্ত হতে হবে। পরবর্তী প্রজন্মেকে মুক্তিযুদ্ধের চেতনার জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
শনিবার (৪ মার্চ) বিকেলে নগরীর পুরাতন রেল স্টেশন চত্বরে কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ, নবায়ন ও কর্মী সভায় প্রধান আলোচকের বক্তব্যে নওফেল এ কথা বলেন।
মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন চৌধুরী।
তিনি বলেন, স্বেচ্ছাসেবক লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড। যে কোন দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে অন্যন্য ইতিহাস সৃষ্টিকারী সংগঠন।
তিনি আওয়ামী লীগের সহযোগী শ্রেষ্ঠ সংগঠন হিসেবে স্বেচ্ছাসেবক লীগকে আখ্যায়িত করেন। এবং স্বেচ্ছাসেবক লীগের কর্মী সংগ্রহ, নবায়ন কর্মসূচি আগামী নির্বাচনে ব্যাপক ভূমিকা রাখবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান আলোচক মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি ব্যক্তব্যের শুরুতে স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবর রহমানসহ তার পরিবার বর্গের সদস্যদের যাদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে এই বাংলাদেশ। তারপর স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রয়াত সভাপতি নির্মল রঞ্জন গুহের আত্নার শান্তি কামনা করে তিনি বলেন, ‘নির্মল রঞ্জন গুহ দক্ষ সংগঠন ছিলেন মানুষের সেবাই মানুষের কাজে তিনি যেভাবে স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্মীদের কাজে লাগিয়েছে এটা রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের সকলের কাছে উদাহরণ হয়ে থাকবে। তিনি খুবই জনপ্রিয় ব্যক্তি ছিলেন।’
তিনি বলেন, নির্মল দা এবং আফজালুর রহমান বাবু ভাই স্বেচ্ছাসেবক লীগকে চমৎকার ভাবে সংগঠিত শক্তিতে পরিণত করেছেন এবং এখন যিনি দায়িত্বে আছেন আমাদের সাচ্চু ভাই তার রাজনৈতিক ইতিহাস আছে। তিনি ছাত্র রাজনীতি করেছেন নেতৃত্ব দিয়েছেন। বর্তমান নেতৃবৃন্দ সারা বাংলাদেশে স্বেচ্ছাসেবক লীগকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করছেন তা প্রশংসনীয়।’
তিনি আরও বলেন, ‘নির্মল রঞ্জন গুহ দাদা যেভাবে মানুষের কাজে নিজেকে বিলিয়ে দিয়েছেন আজকের স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের তার জীবনী থেকে অনেক কিছু শেখার আছে।’
নওফেল বলেন, ‘আজকের দিনে যারা স্বেচ্ছাসেবক লীগের নতুন সদস্য হতে চান তাদের অবশ্যই দলের আর্দশিক কর্মী হতে হবে। যাকে তাকে সদস্য বানিয়ে আর্দশের বিচ্যুতি ঘটানো যাবে না। মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধ কালীন বঙ্গবন্ধুর নির্দেশে স্বেচ্ছাসেবক বাহিনী থেকে স্বেচ্ছাসেবক লীগের জন্ম পরবর্তীতে নাসিম ভাই সাবেক ছাত্র নেতাদের নিয়ে স্বেচ্ছাসেবক লীগকে সংগঠিত করেন।’
এসময় তিনি সাবেক মেয়র চট্টগ্রাম মহানগর আওয়ামী সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দিন এর জন্য দোয়া কামনা করেন।
বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আইন সম্পাদক ইফতেখার সাইমুম চৌধুরী, শ্রম সম্পাদক আবদুল আহাদ, নগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক এডভোকেট এ এইচ এম জিয়া উদ্দিন, প্রধান বক্তা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জয় হাজরা, জাতীয় পরিষদের সদস্য হারুনর রশীদ, নগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, আজিজ মিছির, আজাদ খান অভি, যুগ্ম সাধারণ সম্পাদক সরফরাজ রেওয়াজ রবিন, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, প্রচার সম্পাদক তোসাদ্দেক নুর চৌধুরী তপুস প্রমুখ।