ফরহাদাবাদ কাদেরীয়া চিশতীয়া পরিষদের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ফরহাদাবাদ আহমদিয়া তৈয়্যবিয়া মাদ্রাসা মিলনায়তনে পরিষদের সভাপতি এস.এম রাকিব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাটিরহাট বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ডা. মুহাম্মদ এনামুল ইসলাম। উদ্বোধক ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের নব–নির্বাচিত ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আশরাফ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন ১নং ফরহাদাবাদ ইউনিয়ন ৮নং ওয়ার্ডের সদস্য এস.এম. মাহবুব আলী, পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, উপদেষ্টা মুহাম্মদ নুরুল ইসলাম, মুহাম্মদ সিরাজ উদ্দিন লিটন। আলোচক ছিলেন চবি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আবুল কাশেম, ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ সোহরাব হোসেন।
প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীরা আজ প্রযুক্তির অবক্ষয়ের শিকার। সারাক্ষণ স্মার্ট ফোনে আসক্ত হয়ে স্বাভাবিক পড়াশোনায় বিমুখ হয়ে পড়েছে। তরুণদেরকে পড়াশোনার ধারায় ফিরিয়ে আনতে প্রকৃত জ্ঞান চর্চার সুযোগ করে দিতে হবে অভিভাবকদেরকে।
মুহাম্মদ নাহিম উদ্দিন রিকুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মুহাম্মদ হোসাইন, মুহাম্মদ নিজাম উদ্দিন, মুহাম্মদ শাহেদুল আলম, মুহাম্মদ আলী আকবর রেজভী, মুহাম্মদ জিয়া উদ্দিন বাবলু, মুহাম্মদ ওমর ফারুক ফরহাদ, এস.এম. সুলতান মাহমুদ তাহা, মুহাম্মদ ফজলুল আমিন জুয়েল, মুহাম্মদ রাকিবুল হাসান, মুহাম্মদ নাঈমুর রিসাদ, মুহাম্মদ জাহেদুল আলম রিকসান, মুহাম্মদ সাবের হোসেন, মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, মুহাম্মদ ইমরুল হোসাইন আকিদ, মুহাম্মদ নাজমুল হোসেন হৃদয়, মুহাম্মদ সাবের হোসেন রিজভী, মুহাম্মদ সাব্বির হোসেন জাহেদ, মুহাম্মদ ফরহাদ উদ্দিন মুন্না, মুহাম্মদ জোবায়েদ হোসেন রোহান, মুহাম্মদ মর্তুজা আলী আনন, মুহাম্মদ মেজবাহ উল্লাহ ফাহিম, মুহাম্মদ ইরফানুল হক ছিদ্দিকী, মুহাম্মদ জোবায়েদ হোসেন প্রমুখ। শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।