স্মার্ট নগরের পরিকল্পনা ও ধারণাপত্র উপস্থাপন করলেন জেলা প্রশাসক

আজাদী প্রতিবেদন | সোমবার , ১ মে, ২০২৩ at ৯:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শহরকে ‘স্মার্ট’ নগর বিনির্মাণে সিটি কর্পোরেশন অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। তিনি চট্টগ্রামকে বাংলাদেশের প্রথম স্মার্ট জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

গতকাল আন্দরকিল্লা নগর ভবনের ‘স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট চট্টগ্রাম বিষয়ক অবহিতকরণ’ সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। স্মার্ট নগর করতে তিনি বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। এতে সভাপতিত্ব করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম। জেলা প্রশাসক ‘স্মার্ট চট্টগ্রাম’ বিনির্মাণে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং একটি ধারণাপত্র উপস্থাপন করেন। এতে চট্টগ্রামের ব্যবসাবাণিজ্য, আর্থিক লেনদেনসহ সকল শিল্পপ্রতিষ্ঠানে ক্যাশলেস ট্রান্সজেকশন চালু করা, সকল সরকারি অফিসকে পেপারলেস এবং প্রেজেন্সলেস অফিসে রূপান্তরে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।

তিনি বলেন, চট্টগ্রামের সাধারণ মানুষকে স্মার্ট বাংলাদেশের কার্যক্রমের সাথে সম্পৃক্ত করা এবং প্রযুক্তিমনস্ক আগামী প্রজন্ম গড়ে তোলার নিমিত্তে কাজ করছি।

এ সময় মেয়র আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চট্টগ্রাম শহরের যানজট নিরসন, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ, নবায়নযোগ্য শক্তি ব্যবহার, স্মার্ট পরিবহন ব্যবস্থা এবং নির্দিষ্ট স্থানে পার্কিং, স্মার্ট ইলেকট্রিক ক্যাবল ম্যানেজমেন্ট প্রভৃতি বাস্তবায়নের মাধ্যমে চটগ্রামকে একটি স্মার্ট নগরে পরিণত করার বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন।

সভায় চসিকের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, কর্পোরেশনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সবাই প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধপাহাড় রক্ষায় আইন হওয়া উচিত : প্রতিমন্ত্রী এনামুর
পরবর্তী নিবন্ধবাংলাদেশ কিছুটা স্বস্তির জন্য আইএমএফের ঋণ নিয়েছে : প্রধানমন্ত্রী