স্মার্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে সেমিনার

| সোমবার , ৪ আগস্ট, ২০২৫ at ৮:৩৮ পূর্বাহ্ণ

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে ও একাডেমিক ইঞ্জিনিয়ার্স এন্ড রিসার্চারস সোসাইটি চট্টগ্রামের সহযোগিতায় গত ২ আগস্ট কেন্দ্রের সেমিনার কক্ষে স্মার্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলমের সভাপতিত্বে এবং কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি (ভারপ্রাপ্ত) প্রকৌশলী সেলিম মো. জানে আলম। বক্তব্য রাখেন চুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. নুরসাদুল মামুন, কেন্দ্রের ভাইসচেয়ারম্যান প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন ও ভাইসচেয়ারম্যান প্রকৌশলী রফিকুল ইসলাম ও প্রকৌশলী আরিফ হাসান চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করে ড. নুরসাদুল মামুন। তিনি বিশ্বের উন্নত দেশসমূহ নতুন উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরী করে শিল্প প্রতিষ্ঠানসমূহ পরিচালনা করছে বলে উল্লেখ করেন। তিনি এদেশে আধুনিক প্রযুক্তি এবং শিল্পে প্রয়োগে স্মার্ট ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্ব অপরিসীম বলে অভিমত ব্যক্ত করেন। এছাড়াও তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে শ্রেণি বিন্যাস, তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং পর্যালোচনার মাধ্যমে স্মার্ট ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োগিক দিক তুলে ধরেন। এতে তথ্যের গোপনীয়তা, নিরাপত্তা নিশ্চিত করে দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। তিনি এ বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টের মাধ্যমে উপস্থাপন করেন।

প্রধান অতিথি নতুন প্রজন্মকে কারিগরী ও প্রযুক্তিভিত্তিক জ্ঞান অর্জন করে দক্ষ জনশক্তিতে রূপান্তরের বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি প্রকৌশলী সমাজকে জাতিগতভাবে উন্নত হতে সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানবিক আচরণ করার আহ্বান জানান। এছাড়াও তিনি দেশকে এগিয়ে নিতে হলে শিল্পখাতে স্মার্ট ইঞ্জিনিয়ারিংয়ের বিকল্প নেই মন্তব্য করে একাডেমিক ও ইন্ড্রাস্ট্রির মধ্যে সহযোগিতার বন্ধন গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, আমাদের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে স্মার্ট ইঞ্জিনিয়ারিং এবং মেশিন লার্নিং এর মত আধুনিক প্রযুক্তির ব্যবহার আরো বাড়াতে হবে। তিনি দেশে নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে দক্ষ প্রকৌশলী তৈরী করে আগামী দিনে বিশ্বে মাথা উঁচু করে দাড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

প্রশ্নোত্তর পর্বে প্রকৌশলী প্রিয়ম চৌধুরী, প্রকৌশলী জামিল আহমেদ, সুব্রত বিশ্বাস, সাফওয়ান হোসেন অংশগ্রহণ করেন। মূল প্রবন্ধকারকে পুষ্পস্তবক দিয়ে বরণ ও ক্রেস্ট উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধতন প্রকৌশলী,কাউন্সিল সদস্যগণ, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় সাবেক ইউপি চেয়ারম্যান হিরু গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধনুরুল হুদা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি