স্বেচ্ছাসেবী সংগঠন শিখরের নতুন কমিটি গঠন

সভাপতি আবদুস সামাদ, সা. সম্পাদক রাজিব

| শনিবার , ৯ জুলাই, ২০২২ at ৯:০৯ পূর্বাহ্ণ

গত শুক্রবার কক্সবাজারের একটি হোটেলে স্বেচ্ছাসেবী সংগঠন শিখরের প্রথম বার্ষিক কনফারেন্সের মাধ্যমে আবদুস সামাদ রিফাতকে সভাপতি ও মো. রাজিব হোসাইন রিফাতকে সাধারণ সম্পাদক করে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাসুদুর রহমান ২০২২-২০২৩ সেবাবর্ষের কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠানে শিখরের যুগ্ম প্রতিষ্ঠাতা জয়ন্ত বড়ুয়া, সাবেক সভাপতি মাহতাব রুমী ও সদ্য সাবেক সভাপতি মো. মনিরুল ইসলাম সহ সকল সদস্যদের উপস্থিতিতে নতুন কমিটিকে বরণ করে নেওয়া হয়। কমিটিতে শাহেদ আলম নকীব মেহেরাজ আলী মুন্না, রিফাতুল ইসলাম, জাহেদুল ইসলাম, মহিউদ্দিন রাজু, সুষ্মিতা দাশ, আল শাহরিয়া রাফি, শাহরিয়ার হাসান রাজ নির্বাচিত হয়। এছাড়া শাখা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন- নাফিসা সুলতানা নীলা, উম্মে সালমা, চৌধুরী সানজী, নাসরিন জাহান নদী। প্রজেক্ট প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন- সানজিদা ইয়াসমিন নিঝুম, কাজী রহিমা রুমী, সাইফুল আলম তুষার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে গুণীজন সংবর্ধনা
পরবর্তী নিবন্ধপশুর বর্জ্য অপসারণে দেওয়ান বাজার ওয়ার্ডে মতবিনিময় সভা