স্বেচ্ছাসেবী ছাত্র সমাজের মাঝে খাবার বিতরণ

| শুক্রবার , ১৬ আগস্ট, ২০২৪ at ১১:০৫ পূর্বাহ্ণ

নগরীতে সড়কে শৃঙ্খলা আনতে ট্রাফিক ব্যবস্থাপনাসহ দেয়ালে দেয়ালে গ্রাফিতি ও পরিষ্কারপরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয়া স্বেচ্ছাসেবী ছাত্র সমাজের মাঝে জাবেদ নুরুল ইসলামমমতাজ বেগম ফাউন্ডেশনের পক্ষ থেকে খাবার ও পানি বিতরণ করা হয়েছে। নগরীর বিভিন্ন মোড়ে দায়িত্বপালনকারী শিক্ষার্থী ও দেয়ালে আলপনায় নিয়োজিত শিক্ষার্থীদের মাঝে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মানবতার সেবক জাবেদ নজরুল ইসলামের নেতৃত্বে ফাউন্ডেশনের কর্মীরা দুপুরের খাবার এবং পানি তুলে দেন। এসময় জাবেদ নজরুল ইসলাম বলেন, নতুনভাবে দেশ সংস্কারে শিক্ষার্থীরা টার্ফিকসহ পরিচ্ছন্ন কাজে স্বেচ্ছায় শ্রম দিয়ে চলেছে। এ মহৎ কাজে যার যার অবস্থান থেকে তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়া দরবারে বেতাগি আস্তানায় ওরশ মাহফিল
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে হেফাজতের গণমিছিল ও শান্তি সমাবেশ