স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল

| রবিবার , ২৮ জুলাই, ২০২৪ at ১০:৫৯ পূর্বাহ্ণ

স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আন্দরকিল্লাস্থ দলীয় কার্যালয়ে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের এবং বাঁশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ মোহাম্মদ গালিব সাদলী জেলা ও উপজেলার নেতৃবৃন্দকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন। শেষে দুষ্কৃতিকারীদের হামলায় নিহত স্বেচ্ছাসেবক লীগের কর্মীসহ কোটা আন্দোলনের নামে জামাতবিএনপি সন্ত্রাসীদের হাতে নিহত ছাত্র জনতার আত্মার মাগফেরাত কামনা, দেশজাতির শান্তি, কল্যাণ কামনায় মুনাজাত করা হয়। মাহফিলে উপস্থিত ছিলেন, এম.এ হাশেম চেয়ারম্যান, মো. সেলিম হোসেন, নুরুল আবছার তালুকদার,তৌহিদুল ইসলাম রহমানি, আবু বক্কর, আবদুল মালেক খান, সোহেল মোহাম্মদ মঞ্জুর, জাফর ইকবাল তালুকদার, অ্যাড. রোকনুজ্জামান মুন্না, সনাতন চক্রবর্ত্তী বিজয়, ওয়াজেদ সিদ্দীকি, উজ্জ্বল ধর, ফয়েজ আহম্মদ টিপু, মফিজুর রহমান বাহাদুর, আলতাফ উদ্দিন চৌধুরী, রিদুয়ানুল হক, এরফানুল রহমান সুমন, আবু সালেহ সান, বাবলা, মোহাম্মদ এরশাদ, আলতাফ হোসেন, মোহাম্মদ কামাল উদ্দীন, ফরহাদুল ইসলাম প্রমূখ।

আনোয়ারা স্বেচ্ছাসেবক লীগ : আনোয়ারায় স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল গতকাল শনিবার বিকালে উপজেলার কালাবিবির দিঘির মোড়ে আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও চাতরী চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন চৌধুরী। সাধারণ সম্পাদক রিদোয়ানুল হক রহিমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উদ্দিন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নুরুল আবছার তালুকদার। বক্তব্য রাখেন, সহ সভাপতি আবুল মনসুর চৌধুরী, দিদারুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শামীম, ডা. আহছান উদ্দিন চৌধুরী, চাতরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা যুবলীগের সদস্য আলী আব্বাস, স্বেচ্ছাসেবক লীগের আলমগীর শাহ, ওসমান গণি মনসুর, আফতাব হোসেন, আবু বক্কর, নাজিম উদ্দিন, মঞ্জুর আলম, আবদুল হামিদ, ইশতিয়াক ইমন প্রমুখ।

রাঙামাটিতে স্বেচ্ছাসেবক লীগ : রাঙামাটি জেলায় গতকাল নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, দোয়া মাহফিল এবং গরিবদুস্থদের মধ্যে খাবার বিতরণ।

গতকাল শনিবার বিকেল ৪টায় জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শাওয়াল উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্মসাধারণ সম্পাদক রিটন বড়ুয়ার সঞ্চালনায় এ সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মো. ছলিম উল্ল্যাহ সেলিম, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজাহান, জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আকতার, জেলা ছাত্রলীগের সভাপতি মো. রনি হোসেন প্রমুখ।

আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চারনেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং সভাশেষে কোটা আন্দোলনকে সামনে রেখে বিএনপিজামায়াতের হামলায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে অসহায় ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

ইপিজেড থানা ও ৩৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এতিম, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাবার বিতরণ করেছে ইপিজেড থানা ও ৩৯নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। ইপিজেড থানা ও ৩৯নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগঠক জুবায়েত খলির দিপুর সভাপতিত্বে ও শেখ রাসেলের পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইপিজেড থানা ও ওয়ার্ডের সংগঠক তানভীর কাজল, মো. ফরহাদ, মো. রিমন, রাব্বি, মো. রুবেল, রাশেদ, নায়মুল শুভ, আসিফ, রনি, নুরঊদ্দিন নয়ন, সাইফুল আমিন, লেয়াকত, বখতিয়ার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধজলবায়ু পরিবর্তনে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই
পরবর্তী নিবন্ধইনার হুইল ক্লাব অফ গ্রীণ হিলস চিটাগংয়ের প্রথম সভা