স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজ চট্টগ্রাম বিমানবন্দরে আটক

| বুধবার , ৭ আগস্ট, ২০২৪ at ১১:৫২ অপরাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজিজুর রহমান আজিজকে আটক করা হয়েছে।

হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ওমরাহ ভিসা নিয়ে সৌদি আরব যাওয়ার সময় বুধবার বিকেলে (৭ আগস্ট) তাকে আটক করা হয়।

জানা যায়, তার বিরুদ্ধে অন্যায়ভাবে জায়গা দখলসহ একাধিক অভিযোগ রয়েছে।

চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরের পরিচালক উইং কমান্ডার তসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। পরে তাকে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধহিন্দু ভাইদের আপনারা রক্ষা করবেন : রাউজানে হুম্মাম কাদের চৌধুরী
পরবর্তী নিবন্ধসহায়তা পেতে সেনা ক্যাম্পে যোগাযোগের অনুরোধ