চট্টগ্রামের তারেক মাহমুদ চৌধুরী আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় উপ বস্ত্র ও পাট বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন। গত ১৯ অক্টোবর স্বেচ্ছাসেবক লীগের ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রাম থেকে তারেক মাহমুদ চৌধুরীসহ ৭ জন বিভিন্ন পদে স্থান পেয়েছেন। জাতীয় রেল শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ, রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মরহুম মুক্তিযোদ্ধা শামসুল আলম চৌধুরীর ছোট সন্তান তারেক মাহমুদ চৌধুরী। তিনি ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন। তাঁর মা মর্জিনা বেগম ছিলেন ৭৫ পরবর্তী নগর মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক। প্রেস বিজ্ঞপ্তি।