স্বেচ্ছাসেবক লীগ উত্তর জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৯ নভেম্বর, ২০২১ at ৫:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক মেয়াদোর্ত্তীণ চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এই নির্দেশনা প্রদান করেন। সভায় উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রমকে আরো বেগবান ও গতিশীল করার লক্ষ্যে অচিরেই নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, দীর্ঘদিন উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্বে ছিলেন শওকতুল আলম শওকত এবং সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন বেদারুল আলম চৌধুরী। বর্তমানে দুজনই উত্তর জেল আওয়ামী লীগের সদস্য।

পূর্ববর্তী নিবন্ধরেলে কক্সবাজারের স্বপ্ন আরো কাছে
পরবর্তী নিবন্ধম্যাজিস্ট্রেট কোর্ট থেকে মামলা জজ কোর্টে