স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোতোয়ালী থানার র‌্যালি

| বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ at ৯:৪৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

২০ আগস্ট (বুধবার) বিকালে নগরীর বিআরটি মাঠ প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ শেষে নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনে এসে শেষ হয়।

অনুষ্ঠানে কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল হাসান সোনা মানিকের সভাপতিত্বে এবং সদস্য আইনুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ হানিফ, মীর কাশেম, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহ্বায়ক মো. ইমরান হোসেনসহ কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দল এবং আওতাধীন ৮ ওয়ার্ডের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধএলিভেটেড এক্সপ্রেসওয়েই হচ্ছে দেওয়ানহাট ওভারব্রিজের বিকল্প?
পরবর্তী নিবন্ধবান্দরবানে চাঁদের গাড়ি উল্টে নারী নিহত, আহত ৬