চট্টগ্রামের ১ম আইএসও ১৫১৮৯ অ্যাক্রিডিটেশন প্রাপ্ত ল্যাব এপিক হেলথ কেয়ারের ব্লাড ব্যাংকের উদ্যোগে অনুষ্ঠিত হলো “স্বেচ্ছায় রক্তদান- দাতা-গ্রহীতার নিরাপত্তাই গুরুত্বপূর্ণ” শীর্ষক সচেতনতামুলক প্রোগ্রাম। যেখানে অংশগ্রহণ করেন সীতাকুণ্ড এলাকার তিনটি স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন সীতাকুণ্ড ব্লাড ব্যাংক, সীতাকুণ্ড ব্লাড ডোনার সোসাইটি এবং সীতাকুণ্ড ব্লাড যুব ফাউন্ডেশন।
অনুষ্ঠানে কি-নোট স্পিকার এপিক ব্লাড ব্যাংকের ট্রান্সফিউশান মেডিসিন বিশেষজ্ঞ ডা. নাসরিন আখতার (এমবিবিএস, এমডি- ট্রান্সফিউশান মেডিসিন) রক্তদানের প্রয়োজনীয়তা এবং নিরাপদ রক্ত সঞ্চালনের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএম হান্নান, এক্সিকিউটিভ ডিরেক্টর, সেলস এন্ড মার্কেটিং বিভাগ, এপিক হেলথ কেয়ার। তিনি বলেন, “রক্তদানে জীবন বাঁচানো সম্ভব ও আমরা সবসময় মানবিক কার্যক্রমে পাশে থাকব।”
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সেলস এন্ড মার্কেটিং বিভাগের এজিএম সুমন রঞ্জন ভৌমিক ও আমিরুল ইসলাম,এসিস্ট্যান্ট ম্যানেজার পাপ্পু চৌধুরী, সিনিয়র অফিসার ফয়সাল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন ইমতিয়াজ উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সেলস এন্ড মার্কেটিং বিভাগ।