আদালত অবমাননার মামলায় স্বেচ্ছায় আসামি হতে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের ১৯৪ জন আইনজীবী। গতকাল বুধবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। আজ বৃহস্পতিবার এ বিষয়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে শুনানি অনুষ্ঠিত হতে পারে।
এ বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক মাহবুবুর রহমান খান বলেন, আমাদের সাত জন আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার যে অভিযোগ আনা হয়েছে। সাত আইনজীবী নেতা হলেন– জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফাহিমা নাসরিন মুন্নি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট শাখার সভাপতি আব্দুল জব্বার ভূঁইয়া, সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিমকোর্ট বারের সাবেক সহসম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিমকোর্ট শাখার সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল।
অ্যাডভোকেট মামুন মাহবুব বলেন, ‘যাদের বিাংদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে তাদের প্রতি সংহতি প্রকাশ করে আমরাও কনটেম্পনার হিসেবে আবেদন করেছি। কোন কোন ক্ষেত্রে আদালত অবমাননা হবে সেটির সুরাহা হওয়া উচিত। আমরা এই মামলায় প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।