প্রখ্যাত চিন্তাবিদ, বুদ্ধিজীবী ও লেখক সলিমুল্লাহ খান বলেছেন, কী এমন লিখলাম বুঝতে পারছি না। আমি বাইরে থেকে বাসায় এসে শুনলাম যে, আমাকে বাংলা একাডেমি পুরস্কার দেয়া হয়েছে। আমি সন্ত্রস্ত হলাম।
দৈনিক আজাদীর সাথে আলাপকালে তিনি বলেন, স্বীকৃতি পেলে আনন্দ লাগে, আমিও আনন্দিত। একইসাথে আমি দায়িত্বের জায়গা থেকেও একটি তাগাদা অনুভব করছি। আমি সামনের দিনগুলোতে আরো ভালো লেখার দায়বোধও টের পাচ্ছি।
খ্যাতনামা শিক্ষাবিদ অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, আমরা বাংলা একাডেমিকে ভালো জায়গায় দেখতে চাই, নিয়ে যেতে চাই। কিন্তু আমার থেকে বহু ভালো লেখক বাংলা একাডেমি পুরস্কার পাননি। সবার নাম উল্লেখ না করলেও আমি আমার শিক্ষক আহমদ ছফার নাম উল্লেখ করতে পারি। তাঁর মতো লেখক বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ায় একাডেমির মর্যাদাহানি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
প্রফেসর সলিমুল্লাহ খান বলেন, আমি ছোট চাকরি করি, চাকরি নিয়ে ব্যস্ত থাকি। লেখালেখিও করি। তবে পুরস্কার পাওয়ার মতো লিখেছি কিনা বলতে পারবো না। সেটা আপনারাই ভালো জানবেন। তবে সামনের দিনগুলোতে অবশ্যই আমি আরো অনেক ভালো লেখার চেষ্টা করবো। এই পুরস্কার প্রাপ্তি আমাকে আরো ভালো এবং মানসম্পন্ন লেখার জন্য তাড়না যোগাবে।
কঙবাজারের মহেশখালির সন্তান প্রফেসর সলিমুল্লাহ খান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইবিতে শিক্ষকতা করেন। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাব–এর সেন্টার ফর এডভান্সড থিওরির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গদ্যসাহিত্যে সলিমুল্লাহ খানের অবদান অসীম। তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ হচ্ছে, বাংলাদেশ: জাতীয় অবস্থার চালচ্চিত্র (১৯৮৩),
আমি তুমি সে (২০০৮), সাইলেন্স: অন ক্রাইম অব পাওয়ার (২০০৯),
আহমদ ছফা ‘সঞ্জীবনী’ (২০১০), স্বাধীনতা ব্যবসায় (২০১১),
ফ্রয়েড পড়ার ভূমিকা (সম্পাদনা) (২০০৫),
বেহাত বিপ্লব ১৯৭১, (সম্পাদনা) (২০০৭)।
আহমদ ছফার স্বদেশ, আদমবোমা, গরিবের রবীন্দ্রনাথ,রক্ত আর খুন, গাফফার খানের আত্মজীবনী, সক্রাতেসের তিন বাগড়া.
বাংলাদেশের গণতন্ত্রায়নের সমস্যা ও সম্ভাবনা
ঠাকুরের মাৎস্যন্যায় (২০২৩). উৎসর্গ: পরিবার প্রজাতি রাষ্ট্র (২০২৩) প্রভৃতি। তিনি এক আকশের স্বপ্ন (১৯৮১) নামের একটি কবিতার বইও লিখেছেন। অনুবাদ সাহিত্যেও সলিমুল্লাহ খানের অবদান রয়েছে।