চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোও স্বাস্থ্যসেবায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আমরা মনে করি, সর্বস্তরে স্বাস্থ্যসেবা নিশ্চিতে বেসরকারি হাসপাতালগুলোর ভূমিকাও উল্লেখ করার মত।
গত শনিবার রাতে নগরের একে খান মোড়ে পার্কওয়ে হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। পার্কওয়ে হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক রিপন, মেডিকেল ডিরেক্টর. মেডিসিন বিশেষজ্ঞ ডা. মেহেদী হাসান, হাসপাতালের প্রধান উপদেষ্টা ডা. নুরুল করিম রাশেদ, চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ কাদের, ডিরেক্টর (পারচেজ ও প্রকিউরমেন্ট) ডা. মো. আব্দুল্লাহ আল মামুন, ডিরেক্টর (ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট) মো. মামুন খান, ডিরেক্টর (হসপিটাল সুপারভিশন) মো. মতিয়ার রহমান ও ডিরেক্টর (একাউন্টস ও ফাইনান্স) মো. মঞ্জরুল হক প্রমুখ।
চসিক মেয়র বলেন, আশা করি, এই হাসপাতালের মাধ্যমে উত্তর চট্টগ্রাম ও এই এলাকার মানুষ উন্নত এবং সাশ্রয়ী স্বাস্থ্যসেবা পাবেন। একই সঙ্গে প্রত্যাশা করছি, সবার দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে হাসপাতালে গুণগত স্বাস্থ্যসেবা নিশ্বিচত করা হবে।