স্বাস্থ্যসেবা নাগরিকের দোরগোড়ায় নিয়ে যেতে চাই

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে মেয়র

| বৃহস্পতিবার , ২ জানুয়ারি, ২০২৫ at ১১:০৪ পূর্বাহ্ণ

চসিক স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজানোর মাধ্যমে স্বাস্থ্য সেবাকে নাগরিকদের দোর গোড়ায় নিয়ে যেতে চান মেয়র ডা. শাহাদাত হোসেন। গত মঙ্গলবার ১৯ নং ওয়ার্ডস্থ চর চাক্তাই মাঠ প্রাঙ্গণে আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ছানি অপারেশন, ওষুধ ও চশমা বিনামূল্যে বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন চসিক মেয়র।

এ কার্যক্রমের অংশ হিসেবে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয় এবং শতাধিক রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়। সানাউল কাদের সানির সঞ্চালনায় এবং মুহাম্মদ সুহাইল সালেহ’র সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী দল মহানগরের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর ইয়াছিন চৌধুরী আছু,মো. ফয়সাল, এয়াকুব চৌধুরী নাজিম, ইউনুস চৌধুরী হাকিম, রেজিয়া সুলতানা মুন্নি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, চসিক স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজানোর মাধ্যমে স্বাস্থ্য সেবাকে নাগরিকদের দোর গোড়ায় নিয়ে যেতে চাই আমি। আমরা বিনামূল্যে বিভিন্ন ভ্যাকসিন প্রদান করছি। এছাড়া ডেঙ্গু শনাক্তকরণ এবং চিকিৎসার ব্যবস্থাও আমরা বিনামূল্যে করছি।

আমি আশাবাদী, আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশন আমাদের সাথে মিলিত হয়ে এই কাজগুলো আরো কার্যকরভাবে বাস্তবায়ন করবে। তিনি বলেন,আমি আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশনকে অনুরোধ করবো, সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে যদি তারা কিছু সেবা প্রদান করে, আমরা যৌথভাবে এই সেবাগুলো পরিচালনা করব। আমরা জনগণকে পরিষ্কারপরিচ্ছন্নতার জন্য সচেতন করছি এবং মশা নিধনের কার্যক্রম চালাচ্ছি। এলাকাগুলোর নালানদীগুলো পরিষ্কার রাখা ও ময়লা না ফেলার বিষয়েও মনিটরিং করছি। সবার সহযোগিতায় আমরা চট্টগ্রামকে একটি সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুন্দর সমাজ বিনির্মাণে সামাজিক ক্লাবগুলোর গুরুত্ব অপরিসীম
পরবর্তী নিবন্ধছাত্রদল কখনও ভয় পায়নি, পিছু হটেনি