স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত মেমন মাতৃসদন হাসপাতালকে অবকাঠামোগত এবং ক্লিনিক্যাল যন্ত্রপাতি দিয়ে সহযোগিতা প্রদানের অনুরোধ জানিয়েছেন প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে দেয়া দাপ্তরিক পত্রে এ অনুরোধ জানান তিনি। পত্রে চসিক পরিচালিত স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর গুরুত্ব তুলে ধরে প্রশাসক বলেন, বন্দর নগরীতে প্রায় ৬০ লক্ষ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের স্বাস্থ্য বিভাগের পাশাপাশি চসিকের হাসপাতালসমূহ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বহুমুখী এ স্বাস্থ্যসেবা কার্যক্রম ইতোমধ্যেই দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। স্বাস্থ্যসেবা কার্যক্রমসমূহ একদিকে যেমন হতদরিদ্র জনসাধারণের স্বাস্থ্য সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা রাখছে, অন্যদিকে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে উল্লেখযোগ্য অবদান রাখছে।
পত্রে প্রশাসক বলেন, নগরের জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় মাতৃসদন ও স্বাস্থ্য কেন্দ্রগুলোর ওপর রোগীর চাপ পূর্বের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। যার ফলে চসিক পরিচালিত মেমন মাতৃসদন হাসপাতাল ও জেনারেল হাসপাতালসহ স্বাস্থ্যকেন্দ্রসমূহের অবকাঠামোগত উন্নয়নসহ ক্লিনিক্যাল যন্ত্রপাতির অপ্রতুলতার কারণে কাক্সিখত সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না।
তাছাড়া বর্তমানে চট্টগ্রাম মহানগরীর উন্নয়ন কর্মকাণ্ড ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় তা বাস্তবায়ন করতে প্রচুর অর্থের প্রয়োজন, যা যোগান দেয়া চসিকের বর্তমান আর্থিক সক্ষমতায় কিছুতেই সম্ভব হচ্ছে না। এ অবস্থায় চসিক পরিচালিত বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রসমূহের জন্য বিশেষ করে মেমন মাতৃসদন হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন ও ক্লিনিক্যাল সহযোগিতা প্রদানে স্বাস্থ্য মন্ত্রণালয় হতে প্রয়োজনীয় সহায়তা কামনা করেন সুজন।