ভারতের ব্যবহারকারীদের জন্য স্বাস্থ্যবিমা সুবিধা চালু করল হোয়াটসঅ্যাপ। শুরুতে অল্প কিছু গ্রাহকদের জন্য পরিষেবাটি উন্মুক্ত করা হয়েছে। শিগগিরই দেশটির সব হোয়াটসঅ্যাপ গ্রাহকরা সুবিধাটি উপভোগ করতে পারবেন। হোয়াটসঅ্যাপের স্বাস্থ্যবিমার প্রিমিয়াম হবে সামান্য। বুধবার হোয়াটসঅ্যাপের মালিকানাধীন প্রতিষ্ঠান ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ এই ঘোষণা দেন। ভারতে ‘পেমেন্টস’ ফিচারকে সমস্ত ইউজারের কাছে পৌঁছে দিয়েছে হোয়াটসঅ্যাপ। সেটির মাধ্যমেই এই বিমা পরিষেবা গ্রহণ করতে পারবেন যে কোনও ইউজার। এতে নিজের ইউজারদেরই বিমা গ্রাহকে পরিণত করতে পারবে সংস্থাটি। সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে হোয়াটসঅ্যাপ ইন্ডিয়ার হেড অভিজিৎ বসু বলেন, ‘ভারতে হোয়াটসঅ্যাপের ৪০ কোটি সক্রিয় ব্যবহারকারীর প্রতি আমরা গভীরভাবে দায়বদ্ধ। একজনের সঙ্গে আরেকজনের যোগাযোগের সমস্ত ক্ষেত্র সরল, বিশ্বাসযোগ্য, ব্যক্তিগত এবং সর্বোপরি সুরক্ষিত রাখাই আমাদের প্রাথমিক লক্ষ্য। ভারতে গণতন্ত্রের চার স্তম্ভের আওতায় থেকেই আমরা আমাদের সব ধরনের কাজ করছি।’