স্বাস্থ্যবিধি প্রতিপালনে নিয়মিত হাত ধোয়ার চর্চা অপরিহার্য

বিশ্ব হাত ধোয়া দিবসের অনুষ্ঠানে বক্তারা

| শনিবার , ১৯ অক্টোবর, ২০২৪ at ১০:৪৬ পূর্বাহ্ণ

গত ১৫ অক্টোবর বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেকের ন্যাচার এন্ড লাইফ প্রকল্পের উদ্যোগে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এবং বাহারছরা ইউনিয়নে ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ উদ্‌যাপন করা হয়। দিবসের কর্মসূচির মধ্যে ছিল সচেতনতামূলক লিফলেট বিতরণ, বর্ণাঢ্য র‌্যালি, হাত ধোয়ার প্রদর্শনী ও আলোচনা সভা। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘পরিস্কার হাত কেন এখনো গুরুত্বপূর্ণ’। টেকনাফ উপজেলার হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজ হতে হোয়াইক্যং বাজার এবং বাহারছরা সিএমসি অফিস মাঠে পৃথক র‌্যালি করা হয়। এতে নেতৃত্ব দেন হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী এবং ইউপি সদস্য ফরিদ উল্লাহ। হাত ধোয়া দিবসের র‌্যালি শেষে ছাত্রছাত্রী এবং ভিসিএফ সদস্যদের মাঝে হাত ধোয়ার ডেমো দেখান সপ্তম শ্রেণির ছাত্রী শাহারীয়া আলম এবং ওয়াশ অফিসার অলি আহমেদ। এরপর ছাত্রছাত্রী এবং ভিসিএফ সদস্যদের নিয়ে হাত ধোয়া বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি পরবর্তী উপজেলার বাহারছড়া ইউনিয়নের সহব্যবস্থাপনা অফিস প্রাঙ্গণে ন্যাচার এন্ড লাইফ প্রকল্পের সাইট ফ্যাসিলেটর লিয়াকত আলী ও শাহাব উদ্দিন এর সঞ্চালনায় এবং বাহারছড়া ইউনিয়নের ইউপি সদস্য মো: রফিকের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের দাতা সদস্য আলিমুননেছা পারুল। এতে প্রধান অতিথি ছিলেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, বিশেষ অতিথি ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেকের নেচার এন্ড লাইফ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক নারায়ণ দাস, লাইভলিহুড ম্যানেজার খাদিজা ইসলাম, ওয়াশ অফিসার অলি আহমেদ, ইউপি সদস্য ফরিদ উল্লাহ, সাইট কোঅর্ডিনেটর নজরুল ইসলাম চৌধুরী, সাইট কোঅর্ডিনেটর মো: শরিফুল আলম তুহিন, সিএমসি’র সাবেক সভাপতি আলমগীর চৌধুরী, হোয়াইক্যং এর রেঞ্জ অফিসার জহির উদ্দিন মোহাম্মদ মিনার চৌধুরী, শীলখালির রেঞ্জ অফিসার সাফিউল ইসলাম, স্কুলের শিক্ষকমণ্ডলী, ভিসিএফ সদস্যসহ অন্যান্যরা। বক্তারা বলেন, স্বাস্থ্যকর অভ্যাস প্রতিপালন ও সুস্থ জীবন গঠনে পরিচ্ছন্নতা অপরিহার্য। নিয়মিত খাবার গ্রহণের আগে ও পরে এবং টয়লেট ব্যবহার শেষে যথাযথ পদ্ধতিতে হাত ধোয়ার চর্চার মাধ্যমে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশ-জাতি গঠনে ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিকল্প নেই
পরবর্তী নিবন্ধফুলঝাড়ু বিক্রি করে সংসার চালান মুজিবুর