করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মতো স্বাস্থ্যবিধি না মানায় চন্দনাইশে ৭ জনকে ১ হাজার ২৫০ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
একই সময় করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালানো হয় এবং মাস্ক বিতরণ করা হয়।
আজ রবিবার (৪ এপ্রিল) দুপুরে এ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন।
জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠে কঠোর অবস্থান নিয়েছে চন্দনাইশ উপজেলা প্রশাসন। তারই অংশ হিসেবে আজ রবিবার দুপুরে উপজেলার গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় অভিযানে নামে উপজেলা প্রশাসন।
অভিযানে স্বাস্থ্যবিধি না মানায় সংক্রামক রোগ আইনে ৭টি মামলায় ৭ জনের কাছ থেকে ১ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় পথচারী, যানবাহন চালক ও যাত্রীদের করোনাভাইরাস সংক্রমণ রোধে করণীয় সম্পর্কে সচেতন করা হয় এবং জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা প্রদান করা হয়। একই সময় মাস্কও বিতরণ করা হয়। অভিযানে সহযোগিতা করে চন্দনাইশ থানা পুলিশ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন জানান, দেশে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। বর্তমানে অগণিত হারে বাড়ছে সংক্রমণ। এ অবস্থায় সচেতন না হলে তা মহামারী আকার ধারণ করবে। তাই স্বাস্থ্যবিধি না মানায় এ অভিযান পরিচালনা করা হয়।
জনসচেতনতামূলক এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।