স্বাস্থ্যবিধি অমান্যকরায় নগরে ১১ ব্যক্তিকে জরিমানা

আজাদী প্রতিবেদন | রবিবার , ১১ জুলাই, ২০২১ at ১০:২০ পূর্বাহ্ণ

স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করায় নগরে ১১ ব্যক্তিকে দুই হাজার ১০০ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর বলেন, কাজীর দেউরী, জামালখান, গনি বেকারি, চকবাজার, বাদুরতলা, কাপাসগোলা, বহদ্দারহাট, নতুন চান্দগাঁও থানা, শুলকবহর ও কাতালগঞ্জ এলাকায় অভিযান পারিচালিত হয়েছে। এসময় জরিমানার পাশাপাশি পথচারীদের মাঝে মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসড়কের মাঝখানে বড় বড় গর্ত
পরবর্তী নিবন্ধরাণীরহাট বাজারে করোনা প্রতিরোধক বুথ স্থাপন