পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সব্যসাচী নাথের সাথে মতবিনিময় করেছেন উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রোগী কল্যাণ সমিতির সদস্য নুরুল আবছার। গতকাল সোমবার পটিয়া মেডিকেলে টিএইচওর কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান করোনা পরিস্থিতিতে উপজেলায় স্বাস্থ্যসেবা অক্ষুন্ন রাখতে স্বাস্থ্য কমপ্লেঙ ও ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের নিয়মিত অফিসে উপস্থিতি নিশ্চিত করার আহবান জানানো হয়। এ সময় টিএইচও জানান, পটিয়া স্বাস্থ্য কমপ্লেঙে পৃথক করোনা ইউনিট রয়েছে। তাছাড়া পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনও রয়েছে। পাশাপাশি করোনা পরীক্ষাও নিয়মিত চলছে। আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম জানান, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপির ব্যক্তিগত আর্থিক সহায়তায় গরীব ও অসহায় রোগীদের জন্য আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পটিয়া উপজেলায় এসব গরীব রোগীরা চিকিৎসার যথাযথ কাগজপত্র দেখিয়ে হুইপের নির্দেশে আমার সাথে যোগাযোগ করে আর্থিক সহায়তা নিতে পারবে। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেঙের শিশু বিশেজ্ঞ ডা. জয়দত্ত বড়ুয়া, নার্সিং ইনচার্জ শাহীনা পারভিন, ইপিআই টেকনিশিয়ান রবিউল হোসেন।