হাটহাজারীর সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বর্তমান সরকার গ্রামীন তথা দেশের মানুষের স্বাস্থ্য সেবার উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করছে। এই সরকারের নির্বাচনী ইস্তেহার ছিল গ্রাম হবে শহর। আর গ্রামকে শহর হিসেবে গড়ে তুলতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য সেবা কেন্দ্রসমূহকে সেবার উপযুক্ত করে গড়ে তুলছে। তাছাড়া প্রয়োজনীয় লোকবল, ঔষধসহ নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার গৃহীত জনকল্যাণমুখী কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করছেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বঙ্গবন্ধু কর্নার, আধুনিক সভা কক্ষ, এনসিডি কর্নার ও ফ্ল্যাগস্ট্যান্ডসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত। ডা. সোহানিয়া আক্তার বিল্লাহর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ ফরিদ আহম্মদ, কেশব কুমার বড়ুয়া, ওসি রুহুল আমীন সবুজ, মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু, মো. জামাল উদ্দিন প্রমুখ। উপস্থিত ছিলেন মির্জাপুর, ছিপাতলী ও গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান যথাক্রমে আকতার হোসেন খান সুমন, নূরুল আহসান লাভু ও সরোয়ার মোরশেদ তালুকদার।