সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, অর্থনীতি সচল রেখেও করোনায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার ব্যাপারে সরকার যে নীতি গ্রহন করেছে তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। স্বাস্থ্য সুরক্ষায় কোন রকম আপোষ চলবে না। তিনি গতকাল বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে চাক্তাই শাহ আমানত ব্রীজ সংলগ্ন এলাকায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ চৌধুরী বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দীন, সংরক্ষিত কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, মহানগর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দ, আলী আকবর চৌধুরী, অমর কান্তি দাশ, মহিউদ্দিন তারেক, রবিউল চৌধুরী, সেলিম উদ্দিন চৌধুরী, মো. ইসমাইল, মো. আব্দুল্লাহ প্রমুখ। তিনি আরো বলেন, চট্টগ্রাম নগরীর প্রধান সমস্যা জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত অর্থে যে মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে তা সম্পূর্ণভাবে শেষ করা গেলেই সুফল মিলবে। প্রেস বিজ্ঞপ্তি।