স্বামীর সঙ্গে ঝগড়া করে স্ত্রীর ‘আত্মহত্যা’

কানে-থুতনিতে জখমের চিহ্ন, স্বামী আটক

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ১৪ অক্টোবর, ২০২৪ at ৭:০১ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে রোজিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূ ‘আত্মহত্যা’ করেছেন। গত শনিবার রাত সাড়ে ১০টায় পৌরসভার ডাকবাংলো এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। একই দিন রাতেই স্বামীকে আটক করেছে পুলিশ। তাদের সংসারে রায়হান নামে ৩ বছরের এক পুত্র সন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গৃহবধূ রোজিনা আক্তার সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার জহুরুল ইসলামের স্ত্রী। জহুরুল মীরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চলে বসুন্ধরা গ্রুপে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত। চাকরির সুবাদে স্ত্রীসন্তান নিয়ে মীরসরাইয়ের ডাকবাংলো এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন জহুরুল। মীরসরাই থানার এসআই মো. শহীদুল্লাহ মামুন বলেন, রাত ১০টার দিকে আমি মৃতদেহ উদ্ধার করেছি। তখন গৃহবধূর কানে ও থুতনিতে জখমের চিহ্ন দেখেছি। আমরা স্বামীকে তাৎক্ষনিক আটক করেছি। মৃতদেহ পোস্ট মর্টেমের জন্য প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের ডা. আরিফুল হুদা বলেন, হাসপাতালে আনার আগে রোজিনা আক্তার মারা যান। তার স্বামী জহুরুলের ভাষ্যমতে রোজিনা যখন গলায় ফাঁস দেন তখন তাকে নামানোর সময় নিচে পড়ে গিয়ে ঠোঁটের নিচে কেটে গেছে। শনিবার রাতে স্ত্রী রোজিনার সাথে মশা ও মশারি নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পাশের রুমে গিয়ে গলায় ফাঁস দেন রোজিনা। গলায় ফাঁস দেয়া অবস্থা থেকে রশি কেটে নামানোর সময় মুখের নিচে ছুরি লেগেছিল বলে জানান তিনি। তবে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রকৃত ঘটনা এখনো অনেকের কাছে রহস্যজনক।

পূর্ববর্তী নিবন্ধ‘সীমাবদ্ধ’ বিএসটিআইয়ে পূর্ণাঙ্গ রাসায়নিক ল্যাবের জন্য অপেক্ষা
পরবর্তী নিবন্ধএক কাভার্ডভ্যান তামাক জব্দ