স্বামীর করা যৌতুকের মামলায় স্ত্রী, শ্বশুর শাশুড়ি ও শ্যালকের বিচার শুরু

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৬ ডিসেম্বর, ২০২৪ at ৫:৪৮ পূর্বাহ্ণ

স্বামীর করা যৌতুকের মামলায় স্ত্রী, শ্বশুর, শাশুড়ি ও শ্যালকের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা এ আদেশ দেন। বাদীর আইনজীবী জিএম জাহেদ হোসেন দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আমার মক্কেলের করা মামলায় চার্জগঠনের সময় তার স্ত্রী ও শ্বশুর আদালতে উপস্থিত ছিলেন। তবে শাশুড়ি ও শ্যালক হাজির ছিলেন না। হাজির না থাকায় এ দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিচারক।

আদালত সূত্র জানায়, গত বছরের ৬ এপ্রিল নগরীর পতেঙ্গার বাসিন্দা চিকিৎসক মো. জযনাল আবেদীন যৌতুকের মামলাটি দায়ের করেছিলেন। এতে আসামি করা হয় স্ত্রী ফারহানা আক্তার পিংকি, শ্বশুর মো. আব্দুল মতিন, শাশুড়ি হোসনে আরা বেগম ও শ্যালক মো. জাহিদ হাসানকে। আদালত মামলাটি গ্রহণ করে পাঁচলাইশ থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় থানা পুলিশ চার আসামির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধভরা মৌসুমেও চড়া আলুর দাম