স্বামীর এক বছরের সশ্রম কারাদণ্ড

যৌতুকের জন্য স্ত্রীকে মারধর

আজাদী প্রতিবেদন | বুধবার , ২ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:০৩ পূর্বাহ্ণ

১০ লাখ টাকা যৌতুক চেয়েছিলেন। তা না পেয়ে স্ত্রী লাকী আক্তারকে মারধর করেন তার স্বামী সাদ্দাম হোসেন। এক পর্যায়ে ঘর থেকে বের করে দেওয়া হয়। এমন অপরাধের জন্য সাদ্দাম হোসেনকে ১ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের সাজা দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যান দমন ট্রাইব্যুাল-৪ এর বিচারক জামিউল হায়দার এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পাবলিক প্রসিকিউটর) নিখিল কুমার নাথ আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুরো বিচার প্রক্রিয়ায় আদালত ৩ জন সাক্ষীর মধ্য থেকে ২ জনের সাক্ষগ্রহণ করা হয়।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি দাবিকৃত ১০ লাখ টাকা যৌতুক না পেয়ে লাকী আক্তারকে মারধর করেন তার স্বামী সাদ্দাম হোসেন। লাকীকে ঘর থেকে বের করে দেন তিনি। এ ঘটনায় লাকী আক্তার বাদী হয়ে আদালতে একটি মামলা করেন। আদালতের নির্দেশে একজন ম্যাজিস্ট্রেট ঘটনাটি তদন্ত করেন এবং ঘটনার বছরের ৩ অক্টোবর প্রতিবেদন দাখিল করেন। পরের বছরের ৯ আগস্ট তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সাদ্দাম রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাই
পরবর্তী নিবন্ধমহেশখালীতে আ. লীগের ৩ নেতাকে অব্যাহতি