স্বামী-স্ত্রী মিলে তারা যেভাবে প্রতারণা করেন

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ২০ এপ্রিল, ২০২৫ at ৬:১৯ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় নৌবাহিনীর সদস্য পরিচয়ে প্রতারণার দায়ে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় প্রতারণায় ব্যবহৃত ওয়াকিটকি এবং একটি মোটরসাইকেল।

গতকাল শনিবার ভোররাতে চকরিয়া পৌরশহরের চার নম্বর ওয়ার্ডের আনোয়ার শপিং সেন্টারের সামনের স্বপ্নছোঁয়া ইভেন্ট ম্যানেজমেন্টের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই প্রতারক হলেন কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার তাইনজাঙ্গা ইউনিয়নের ভাটগাঁও গ্রামের মৃত মোন্তাজ উদ্দিনের ছেলে মোহাম্মদ মিজান (৩৬) ও পটুয়াখালী জেলার সদর থানার ঝাউতলা রোডের তিতাস সিনেমা মোড়ের মৃত নাছির উদ্দিনের কন্যা ও মিজানের স্ত্রী মৌসুমী বেগম প্রকাশ মৌ (২৭)। গতকাল শনিবার দুপুরে চকরিয়া থানায় প্রেস ব্রিফিংয়ে এএসপি এম এম রকীব উর রাজা বলেন, নৌবাহিনীর সৈনিক পরিচয়সহ বিভিন্ন আইনশৃক্সখলা বাহিনীর সদস্য পরিচয়ে স্বামীস্ত্রীর এই প্রতারক চক্রটি মানুষের সাথে প্রতারণাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছে।

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, সর্বশেষ ওয়াকিটকি সেটসহ গ্রেপ্তার মিজান নিজেকে নৌবাহিনীর সৈনিক পরিচয় দিয়ে স্বপ্নছোঁয়া ইভেন্ট ম্যানেজমেন্ট ফটোগ্রাফির দোকান থেকে ক্যামেরা ভাড়া নেওয়ার কথা বলে। পরবর্তীতে কথাবার্তা সন্দেহজনক মনে হলে ফটোগ্রাফি প্রতিষ্ঠান মারফত গোপনে খবর পেয়ে এই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তারা বিভিন্ন স্থান থেকে ক্যামেরা ভাড়া নিয়ে প্রতারণা করেছে মর্মেও স্বীকার করে।

ওসি জানান, প্রতারক চক্রের প্রধান মিজানের বিরুদ্ধে ঝিনাইদহ, রাজবাড়ী, কুষ্টিয়া, মাদারীপুর, পাবনা ও কিশোরগঞ্জ থানায় প্রতারণাসহ নানা অপরাধের জড়িত থাকার দায়ে অসংখ্য মামলা রয়েছে। সর্বশেষ তাদের বিরুদ্ধে প্রতারণার দায়ে চকরিয়া থানায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা চলছে : পার্বত্য উপদেষ্টা
পরবর্তী নিবন্ধঅগ্নি ঝুঁকিপূর্ণ মার্কেটের বেশিরভাগ প্রতিষ্ঠানে নেই অগ্নিনির্বাপণ যন্ত্র