স্বামী-স্ত্রী-ছেলেসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুই অর্থঋণ মামলা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৪:৫৪ পূর্বাহ্ণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকের দায়ের করা পৃথক দুটি অর্থঋণ মামলায় স্বামীস্ত্রীছেলেসহ পাঁচ ব্যবসায়ীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। তারা হলেন, আমদানি কারক প্রতিষ্ঠান মেসার্স এক্সিমকের মালিক সাউথ খুলশী এলাকার ব্যবসায়ী কবির উদ্দিন ভূঁইয়া, তার স্ত্রী শাম্মী কবির এবং মোহরা এলাকার শামসু স মিলের মালিক ব্যবসায়ী শামসুল আলম, তার স্ত্রী রোকেয়া বেগম ও ছেলে মিজানুর রহমান।

গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দিয়েছেন। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ব্যবসায়ী শামসুল আলম, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে ২০২১ সালে ৬৬ কোটি টাকা ঋণ আদায়ে মামলা করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। অন্যদিকে ২০১৫ সালে ১১ কোটি ৪৫ লাখ টাকা ঋণ আদায়ে ব্যবসায়ী কবির উদ্দিন ভূঁইয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে ন্যাশনাল ব্যাংক।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম পর্যায়ের ফল প্রকাশ, কলেজ পায়নি ৮৭০১ শিক্ষার্থী
পরবর্তী নিবন্ধআজাদী চট্টগ্রামের মুখপত্র হয়েই থাকতে চায়