স্বামী-স্ত্রী একসাথে নাস্তা করার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর লাশ

আজাদী অনলাইন | সোমবার , ১৩ নভেম্বর, ২০২৩ at ৮:৩১ অপরাহ্ণ

হাতে মেহেদির রং শুকাতে না শুকাতেই সীতাকুণ্ডে গলায় ফাঁস দিয়ে বিয়ের সাত মাসের মাথায় এক গৃহবধূ আত্মহত্যা করেছে। নিহত গৃহবধূর নাম ফাতেমা আক্তার (২৬)।

সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের পশ্চিম মান্দারীটোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা পাশের গ্রামের আবুল হোসেনের মেয়ে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার স্বামী রবিউল ও স্ত্রী ফাতেমা একই এলাকায় একটি সামাজিক অনুষ্ঠানে যান। আজ সোমবার সকালে পরিবারের সকলের সাথে নাস্তাও করে সে। কিন্তু বেলা সাড়ে এগারোটায় ফাতেমার ঘরের দরজ বন্ধ পাওয়া যায়। পরে দরজা না খোলায় পরিবারের লোকজন ফাতেমাকে ডাকতে থাকে। একপর্যায়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখা যায় সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় গৃহবধূ ফাতেমাকে ঝুলে আছে ।

এরপরে সীতাকুণ্ড থানায় খবর দিলে পুলিশের এসআই মোঃ খুরশীক আলম দুপুর দুইটার দিকে ঘটনাস্থল থেকে নিহতের লাশটি উদ্ধার করে। তবে কি কারণে গৃহবধূ ফাতেমা আত্মহত্যা করেছে তার কারণ জানতে পারেনি কেউ। গত সাত মাস আগে রবিউলের সাথে তার বিয়ে হয়েছিল।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বলেন, আত্মহত্যা করা গৃহবধূ ফাতেমার লাশ উদ্ধার করে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধপিটার হাসকে হুমকিদাতা সেই আ.লীগ নেতার বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী থেকে পররাষ্ট্রমন্ত্রী ক্যামেরন