চন্দনাইশের বৈলতলী গ্রামে নিশ্চলমঠ প্রাঙ্গণে স্বামী নিশ্চলানন্দ অবধূতের ৮৪তম তিরোধান দিবস উপলক্ষে ধর্মসভা ও নামযজ্ঞের দুদিনব্যাপী অনুষ্ঠান গত ২৯ জানুয়ারি শেষ হয়েছে। স্বামী সুডাষানন্দের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রোটারিয়ান হরেন্দ্র কুমার নাথ। প্রধান বক্তা ছিলেন প্রফেসর স্বদেশ চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক দেবপ্রসাদ দাস। আলোচনায় অংশ নেন নাথ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সজল নাথ ও ডা. সুজিত দেবনাথ। অনুষ্ঠান পরিচালনা করেন বিবেকানন্দ নাথ ও সুকান্ত দেব। প্রেস বিজ্ঞপ্তি।












