ভাসানী অনুসারী পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, স্বাধীনতার মহান স্বপ্নদ্রষ্টা ছিলেন মাওলানা আবদুল হামিদ খান ভাসানী। আজীবন স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষহীন ছিলেন মাওলানা আবদুল হামিদ খান ভাসানী। তাঁকে ছাড়া বাংলাদেশের ইতিহাস অসম্পূর্ণ। গতকাল রবিবার বিকেলে চট্টগ্রাম নন্দনকাননস্থ একটি অডিটরিয়ামে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী’র ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ চট্টগ্রাম মহানগর–উত্তর–দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মুছা সিকদার। এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাব সদস্য সচিব ও সম্মিলিত পেশাজীবী পরিষদ আহ্বায়ক জাহিদুল করিম কচি। মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল সাবেক সদস্য ডিএল সভাপতি মইনুদ্দীন কাদেরী শওকত।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. মো. এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা ডা. জবিউল্লাহ, সাংবাদিক এস এম জামাল উদ্দিন, গণসংহতি চট্টগ্রাম জেলা সমন্বয়কারী হাসান মারুফ রুমি, ’৭১ টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী, ভাসানী অনুসারী পরিষদ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ক্যাপ্টেন মোবারক আলী, সহ–সভাপতি অধ্যাপক মাহমুদ নুর, জিয়া পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক অ্যাড. মোহাম্মদ জসিম উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র–জনতা ঐক্য পরিষদ সহ–সদস্য সচিব মোহাম্মদ ফরহাদ উদ্দিন সোহাগ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।