স্বাধীন দেশের জন্য স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বিশাল এক গৌরবময় ইতিহাস। ৫০ টি বছর একটি স্বাধীন দেশের ভবিষ্যৎ রচনা করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ঐতিহাসিক ৭ই মার্চের সেই কালজয়ী ভাষণ সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবব্ধ করে সামরিক ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে সমর্থ হয়েছিল। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উৎসবে এগিয়ে যাওয়া বাংলাদেশে এখন পৃথিবীর অন্যান্য দেশের জন্য মডেল বলে মনে করে বিশ্লেষকরা। নিজ অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ, কর্ণফুলী ট্যানেল তৈরী, নূতন সমুদ্র বন্দর, আধুনিক প্রযুক্তির বদৌলতে নূতন প্রজন্মের অভাবনীয় জয়যাত্রা, উন্নয়নের রোড মডেলে পরিনত হচ্ছে দেশ। বেড়েছে মানুষের আয়, নারীর ক্ষমতায়ন, সহ বহুবিধ অগ্রগতি সাধন হয়েছে এই ৫০ বছরে। তারপরও আমরা পারিনি আমাদের অভীষ্ট লক্ষ্য পৌঁছাতে। দেশি-বিদেশি নানা ষড়যন্ত্রে দেশের অগ্রগতি নানা ভাবে বাধাগ্রস্ত হয়েছে। এ সময়কালে উগ্র সামপ্রদায়িক গোষ্ঠীর আস্ফালন দেশ ও জাতির জন্য এক ভয়াবহ পরিণতি তৈরি করেছিল। শত বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার যে মহা পরিকল্পনা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিয়েছেন তাতে যদি এসব বিষয়গুলো ভাবনার প্রতিফলন ঘটে তাহলে আমরাই হবো পৃথিবীর রোভ মডেল। আসুন সবাই মিলেমিশে বলি ‘রক্তে কেনা স্বাধীনতা – রক্ত দিয়ে রাখবো।’