চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স আয়োজিত স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী কাপ অনুর্ধ্ব-১৫ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে এস এস ক্রিকেট একাডেমি। গতকাল বন্দর শহীদ শামসুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র ম্যাচে এস এস ক্রিকেট একাডেমি ৬ উইকেটে জুনিয়র ট্রেনিং ক্রিকেট একাডেমিকে পরাজিত করে । টসে জিতে জুনিয়র ট্রেনিং ক্রিকেট একাডেমি ব্যাট করার সিদ্বান্ত নেয় । নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে জুনিয়ল ক্রিকেট ট্রেনিং একাডেমি। দলের পক্ষে তামিম করে সর্বোচ্চ ৬২ রান। এস এস ক্রিকেট একাডেমির পক্ষে ৮ রানের বিনিময়ে ওয়ালিদ নিয়েছে ২টি উইকেট । জবাবে ব্যাট করতে নামা এস এস ক্রিকেট একাডেমি ৪ উইকেট হারিয়ে ১১৩ রান করে জয় নিশ্চিত করে। দলের মোঃ দেলোয়ার হোসেন মোবারক সর্বোচ্চ ৬৫ রান করে। জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমির পক্ষে আরাফাত ৩ ওভার বল করে ২ টি উইকেট লাভ করে। এস এস ক্রিকেট একাডেমির মোঃ দেলোয়ার হোসেন মোবারক ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস এর আম্পায়ার গিয়াস উদ্দীন বাবর। আজ একটি খেলা অনুষ্ঠিত হবে। দুপুর ১টায় মুখোমুখি হবে চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (সবুজ) এবং ব্রাইট ক্রিকেট একাডেমি