জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি জসিম উদ্দিন বলেছেন, যে উদ্দেশ্যে এদেশের দামাল ছেলেরা দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধ করেছিলেন সে উদ্দেশ্য পূরণ হয়নি। ৩০ লক্ষ শহীদের রক্ত আর ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে আজও কথা বলার স্বাধীনতা বা গণতন্ত্রের জন্য রাজপথ রক্তাক্ত হচ্ছে প্রতিদিন। স্বাধীনতার ৫০ বছরেও কেন দুর্নীতি, সন্ত্রাস, আর ভোটের অধিকার আদায়ে দেশের মানুষকে রক্ত দিতে হচ্ছে? স্বাধীনতার সুফল দেশের মানুষ একমাত্র পল্লীবন্ধু এরশাদের ৯ বছরের শাসনামলে পেয়েছিলেন। তিনি গত ২৬ মার্চ বিকাল ৩টায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মহানগর জাতীয় শ্রমিক পার্টির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নগর শ্রমিক পার্টির সহ-সভাপতি জিয়াউল হক ভুট্টুর সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্য বক্তব্য রাখেন শ্রমিক নেতা শাহ আলম, মোজাম্মেল হক, নাঈম উদ্দিন, মো. সুমন, মঞ্জুর আলম, মো. বাবর, আশিক খান, আরিফুল ইসলাম, শওকত আকবর, নুর মোহাম্মদ, জাহাঙ্গীর আলম, কামরুজ্জামান, মো. শফি, জিয়াউল হক ভুট্টু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।