স্বাধীনতার সন্ধি

গোলাপ মাহমুদ সৌরভ | বুধবার , ২০ মার্চ, ২০২৪ at ৫:২০ পূর্বাহ্ণ

যুদ্ধে যাবো মাগো আমি

দাও না আমায় বিদায়,

জন্মভূমির এই দেশটা যে

ক্ষণে ক্ষণে কাঁদায়।

কতোই আর লাঞ্চিত হব

পাক সেনাদের হাতে,

জীবন বাজি রাখতে হবে

স্বাধীনতা ফিরে পেতে।

এই দেশ আর এই মাটি

সোনার চেয়েও খাঁটি,

পান ভরে নিঃশ্বাস নিয়ে

বুক ফুলিয়ে হাঁটি।

পরাধীনতার শিকল পরে

থাকতে চাই না বন্দী,

অধিকার চাই ন্যায্য দাবি

এটাই স্বাধীনতার সন্ধি।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতার গান
পরবর্তী নিবন্ধমুজিবের ছবি আঁকি