স্বাধীনতার পর প্রথম বিদ্যুৎ সংযোগ পেল ১০০ পরিবার

পটিয়ার বিপন নন্দী সড়ক

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ১০ মার্চ, ২০২৩ at ৫:২৩ পূর্বাহ্ণ

পটিয়া পৌরসভার ১ নং ওয়ার্ড বিপন নন্দী সড়ক এলাকায় ১০০ পরিবারে দীর্ঘদিন পর বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ বিদ্যুৎ লাইনের উদ্বোধন করেন পৌর মেয়র আইয়ুব বাবুল। উদ্বোধন শেষে তিনি বলেন, স্বাধীনতার ৫২ বছর ও পৌরসভা প্রতিষ্ঠার ৩৩ বছর পর এ সড়কের ১০০ পরিবার আজ বিদ্যুৎ সংযোগ পেল।

জানা গেছে, নানা জটিলতায় বিপন নন্দী সড়ক এলাকায় প্রায় ১০০ পরিবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সংযোগের বাইরে ছিল। পৌরসভার মেয়র আইয়ুব বাবুল উদ্যোগ নিয়ে এসব পরিবারকে বিদ্যুৎ সুবিধার আওতায় এনেছেন। এই এলাকায় ৯টি বৈদ্যুতিক খুঁটি স্থাপন করা হয়েছে। এসব খুঁটিতে স্থাপন করা পৌরসভার আলোক সেবা ‘স্ট্রিট লাইট’।

এ সময় উপস্থিত ছিলেন পৌর আ. লীগের সহসভাপতি মুজিব চৌধুরী, মো. সৈয়দুল হক, জসিম উদ্দিন, হাফেজ মহিউদ্দিন প্রমুখ। পটিয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী মো. ঈসমাইল হোসেন জানান, এলাকায় সড়ক যোগাযোগ ভালো না থাকায় এ এলাকাটি বিদ্যুৎ সংযোগের বাইরে ছিল। বর্তমানে এখানে মেয়রের সহযোগিতায় নতুন করে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয়েছে। আস্তে আস্তে এ সেবার পরিধি আরো বাড়ানো হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বাণিজ্য মেলায় জিএএমপিআইর ব্যতিক্রমী স্টল
পরবর্তী নিবন্ধইউসেপ চট্টগ্রাম অঞ্চলের নারী দিবস উদযাপন