স্বাধীনতার জন্য বাঙালি ছাড়া এত রক্ত আর কেউ দেয়নি

গণহত্যা দিবসের আলোচনা সভায় বক্তারা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৬ মার্চ, ২০২১ at ৬:৪৩ পূর্বাহ্ণ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও গণহত্যা দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলা আওয়ামী লীগ এবং জেলা প্রশাসন পৃথক আলোচনা সভার আয়োজন করেছে। উত্তর জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও রক্তদানের মধ্য দিয়ে এদেশে স্বাধীনতা এসেছে। দীর্ঘ প্রস্তুতির চূড়ান্ত রূপ সশস্ত্র মুক্তিযুদ্ধ ও ৩০ লক্ষ মানুষের রক্তদান। যা পৃথিবীর ইতিহাসে বিরল। পৃথিবীর ইতিহাসে স্বাধীনতার জন্য এত রক্ত বাঙালি ছাড়া আর কেউ দেয়নি। গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা।
সংগঠনের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম সালামের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান। আলোচনায় অংশ নেন সংগঠনের সহ সভাপতি অধ্যাপক মো মঈনুদ্দিন, এড ফখরুদ্দিন চৌধুরী, মো আবুল কালাম আজাদ, এ টি এম পেয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাবলু, নজরুল ইসলাম তালুকদার, সম্পাদক মন্ডলীর সাবেক ও বর্তমান সদস্য মো. আলী শাহ, জাফর আহমেদ, বেদারুল আলম চৌধুরী, প্রদীপ চক্রবত্তী, ইঞ্জিনিয়ার মেজবা উল আলম লাভলু, মো. নুর খান, ব্যারিস্টার প্রিয়াংকা আহসান, আ স ম ইয়াছিন মাহমুদ, কাযনিবাহী সদস্য মহিউদ্দিন আহমেদ মঞ্জু, হাসান সরোয়ার জামিল, মো সেলিম উদ্দিন, ফেরদৌস হোসেন আরিফ, আকতার হোসেন খান, এস এম গোলাম রব্বানী, সাহেদ সরোয়ার শামীম, বখতেয়ার সাঈদ ইরান, এড মো. আলী চৌধুরী, নাজিম উদ্দিন মুহুরী, নজরুল ইসলাম চৌধুরী, দিলোয়ারা ইউসুফ, এড বাসন্তী প্রভা পালিত, রওশন আরা রত্না, তানভীর হোসেন তপু। পরে ক্ষুদে শিল্পী শিহাব ও সোহানের আঁকা বঙ্গবন্ধুর ছবি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপিকে উপহার দেন।
মহানগর আওয়ামী লীগ : থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের সভায় ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, পাকিস্তানিদের দোসরদের ষড়যন্ত্র মোকাবেলা করতে না পারলে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি তাদের বেঁচে থাকার কোনো অর্থ নেই। ৭১ এর পরাজিত শক্তির প্রেতাত্মাদের শেকড় উপড়ে ফেলতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। গতকাল আলোচনা সভায় তিনি সভাপতির বক্তব্য রাখছিলেন। সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন, সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, উপদেষ্টা শফর আলী, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, কার্যনির্বাহী সদস্য রোটারিয়ান মো. ইলিয়াছ, থানা আওয়ামী লীগের সাহাব উদ্দিন আহমেদ, মো. মোমিনুল হক, যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, চসিক প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, আলী বঙ, হাজী আবুল কাশেম।
চট্টগ্রাম জেলা প্রশাসন : চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ বলেন, অতীতের মতো দুষ্টুলোক এখনো বিদ্যমান রয়েছে। তারা মুক্তিযুদ্ধকে কলংকিত করতে চায়। এদের থেকে সতর্ক থাকতে হবে। গতকাল চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত গণহত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর জিমনেসিয়াম মাঠে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ও শহিদ পরিবারের সন্তান ড. গাজী সালেহ উদ্দিন। আলোচনায় অংশ নেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পুলিশ সুপার এস এম রশিদুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাবুদ্দিন, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধটিকাগ্রহণে পিছিয়ে গ্রামাঞ্চল
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরো ২০৮ জনের করোনা শনাক্ত