ভাসানী অনুসারী পরিষদ চট্টগ্রাম শাখার উদ্যোগে মওলানা ভাসানীর অন্যতম সহচর, স্বাধীনতা সংগ্রামী আমানউল্লাহ মুহাম্মদ আসাদুজ্জামান (শহীদ আসাদ) এর ৫২তম মৃত্যুবাষির্কী উপলক্ষে এক সভা গত ২০ জানুয়ারি কোতোয়ালী মোড়স্থ ব্যারিস্টার সলিমুল হক খান মিল্কী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ভাসানী অনুসারী পরিষদ চট্টগ্রাম শাখার সভাপতি মোজাম্মেল হক এতে সভাপতিত্ব করেন।সংগঠনের সাধারণ সম্পাদক কাশেম শরীফের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবদুল মালেক, অধ্যক্ষ মুছা সিকদার, শহীদুল ইসলাম বাদল, সাথী উদয় কুসুম বড়ুয়া, কাশেম শরীফ, গিয়াস উদ্দিন হায়দার, আলী আকবর, জামাল উদ্দিন, নজরুল ইসলাম, মহিউদ্দিন বকুল, আহম্মদ ছফা, রাশেদুল ইসলাম প্রমুখ।
সভায় মোজাম্মেল হক বলেন, স্বাধীনতা সংগ্রামে শহীদ আসাদের অবদান অবিস্মরণীয়। পাকিস্তানী শাসক গোষ্ঠির রক্তচক্ষুকে উপেক্ষা করে মজলুম জননেতা মওলানা ভাসানীর গণঅভ্যুথানে সাড়া দিয়ে রাজপথে শহীদ হন আসাদ। তাই স্বাধীনতা সংগ্রামে শহীদ আসাদের আত্মত্যাগ ইতিহাসে অমর হয়ে থাকবে। সভায় মওলানা ভাসানীর সহচর সৈয়দ জালাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি