বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি–বাকশিস চট্টগ্রাম জেলা শাখা ও মহানগর শাখার উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা গত ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন, বাকশিস কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ–সভাপতি অধ্যাপক মো. আবু তাহের চৌধুরী। বাকশিস কার্যালয়ে চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ সমীর কান্তি দাশের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন, মহানগর কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আবু বকর ছিদ্দিকী, অধ্যক্ষ জামাল উদ্দিন, অধ্যাপক সনজীব সেন গুপ্ত, অধ্যাপক এস এম রাশেদ, অধ্যাপক আহমেদ মাইনুল হাসান, প্রাক্তন ব্যাংকার স্বপন কান্তি নাথ ও কার্তিক চন্দ্র পলাশ, প্রদর্শক নুরুল আমিন, বিপ্লব ভট্টাচার্য প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাঙালির মুক্তি সংগ্রাম ও সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত
স্বাধীনতার ইতিহাস মুছে ফেলার চেষ্টা সফল হবে না। যারা এই চেষ্টা করবে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। সভার শুরুতে মুক্তিযুদ্ধসহ বাঙালির স্বাধিকারের সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











