চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, ৭৫ পরবর্তী সময়ে স্বৈরশাসক জিয়াউর রহমান কৌশলে ক্ষমতা কুক্ষিগত করে কয়েকটি প্রজন্মকে ইতিহাস বিকৃতির মাধ্যমে আফিমের নেশায় বুদ করে রেখেছিল। এমন একটি দলের স্বাধীন দেশে রাজনীতি করার অধিকার থাকার কথা নয়। তাই আমাদের প্রত্যেককে মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত হয়ে এই অপশক্তিকে রাজপথে রুখে দিতে হবে। তিনি গতকাল রোববার বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনোপলক্ষে আকবরশাহ থানা আওয়ামী লীগ আয়োজিত কর্ণেলহাট হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, গ্রেনেড হামলা ও অস্ত্র চোরাচালান মামলায় সাজাপ্রাপ্ত আসামী যুক্তরাজ্যে বিলাসী মেজাজে বসবাস করে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এমন একটি লোককে যেই রাষ্ট্রটি আশ্রয় দিয়েছে তাদের সভ্য দেশ বলতে ঘৃণা হয়। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ তিনজন নেতা চিকিৎসার নামে সিঙ্গাপুর সফর করছেন। এই সিঙ্গাপুর মিশনের অর্থ আদৌ চিকিৎসা নয় ষড়যন্ত্রের দাবার ছক তৈরি করা। আকবরশাহ থানা আওয়ামী লীগের সভাপতি সুলতান চেয়ারম্যানের সভাপতিত্বে এবং লোকমান আলী ও ফয়েজ আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন সফর আলী, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, নেছার উদ্দীন আহমেদ মঞ্জু, কাজী আলতাফ হোসেন, সরওয়ার মোর্শেদ কচি, ইকবাল চৌধুরী, গিয়াস উদ্দীন জুয়েল, হাবিবুর রহমান চৌধুরী, আবু সুফিয়ান, হারুনুর রশিদ, মোঃ আলী বাবলু, আবদুল ওয়াজেদ খান রাজিব, এমজি রহমান দিপু, জমির উদ্দীন মাসুদ প্রমুখ।