চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সাথে আর্কিটেক্টস চট্টগ্রামের চেয়ারম্যান স্থপতি আশিক ইমরানের নেতৃত্বে গতকাল বুধবার একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে মেয়র বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম নগরকে আমরা ঘিঞ্জি নগর বানিয়ে ফেলেছি। সৌন্দর্য বর্ধনের নামে মোড়ে মোড়ে সৌন্দর্যহানি ঘটিয়েছে। এ থেকে উত্তরণের জন্য স্থপতি ও নগর পরিকল্পনাবিদদের এগিয়ে আসার আহ্বান জানান মেয়র। প্রসঙ্গক্রমে তিনি বলেন, ঐতিহাসিক স্থান জালালাবাদ পাহাড়, ইউরোপীয় ইউনিয়ন ক্লাব, স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রহরে চট্টগ্রামের রেলওয়ে বাংলো থেকে প্রথম প্রতিরোধ যুদ্ধসহ অনেক ঐতিহাসিক স্থান সম্পর্কে বর্তমান প্রজন্ম কিছুই জানেনা। তাই এই ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণ করে নতুন প্রজন্মকে জানানো আমাদের নৈতিক দায়িত্ব। এই নগরীতে ছেলে মেয়েরা খেলাধুলা করার বা চিত্ত বিনোদনের জন্য কোনো জায়গা নেই। তাদের জন্য সিটি কর্পোরেশনের খালি জায়গাগুলোতে পার্ক, খেলার মাঠ গড়ার পরিকল্পনার বিষয়টি সম্পর্কে স্থপতিদের জানান। মেয়র চট্টগ্রামে স্বাধীনতার স্তম্ভ নির্মাণে স্থপতিসহ সকলের সহযোগিতা কামনা করেন। সাক্ষাতকালে চসিকের ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, অতিরিক্ত প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. হুমায়ুন কবির চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কামরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী বিপ্লব কুমার দাস, আবু সিদ্দিক, স্থপতি আবদুল্লাহ আল ওমর, ইনস্টিটিউট অব আর্কিটেক্টস চট্টগ্রাম কেন্দ্রের সাধারণ সম্পাদক স্থপতি ফজলে ইমরান রানা, স্থপতি আদর ইউসুফ, স্থপতি বিজয় তালুকদার, স্থপতি ইমরান বীন হোসেন, স্থপতি মঈনুল হাসান তুহিন, এস্টেইট অফিসার মো. কামরুল ইসলাম চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে মেয়রকে ইনস্টিটিউট অব আর্কিটেক্ট নেতৃবৃন্দ মেয়রকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানান। প্রেস বিজ্ঞপ্তি।